সাজাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামবাজারে বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) বিকেল সাড়ে ৪টায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বারকি শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মরা চেলা নদী থেকে বৈধভাবে বালু উত্তোলন করলেও স্থানীয় কিছু আওয়ামী লীগপন্থী প্রভাবশালীর ছত্রছায়ায় একটি চাঁদাবাজ চক্র শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। তারা আরও জানান, চাঁদা না দিলে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন ও নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে।
বক্তারা মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুস সোবহান এবং জোয়াদ আলীর ছেলে রোপন মিয়াকে এ ঘটনায় জড়িত বলে দাবি করেন। বক্তারা এ সময় প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তি সোনা মিয়া, আয়না মিয়া, গৌছ মিয়া, ছাদিক মিয়া, পিয়ার আলী, জয়নাল মিয়া ও জাকির আলী প্রমুখ। এসময় ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।