Thursday, August 7, 2025
Homeঅপরাধছাতক থানার বিভিন্ন মা'ম'লার ৫ আ'সা'মিকে আ'দালতে সোপর্দ

ছাতক থানার বিভিন্ন মা’ম’লার ৫ আ’সা’মিকে আ’দালতে সোপর্দ

 

 

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

ছাতক থানার পুলিশ সম্প্রতি বিভিন্ন মামলার আসামী ৫ জনকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

 

মামলা-২০৯/২৫ এর আসামি মো: আব্দুল মজিদ তালুকদার (পিতা-মো: আব্দুর রহিম তালুকদার) ও তার স্ত্রী সেলিনা বেগম (উভয় সাং-লক্ষিবাউর, ইউপি-নোয়ারাই), জি আর-১৯২/১৪ (কোতোয়ালী) এর আসামী জয়নাল আবেদীন (৩২), সি আর-৫৩০/২৪ (ছাতক) এর আসামী মোহাম্মদ আলী ফুয়াদ (৪০) (সাং-মুক্তারপুর, ইউপি-১০, দোলারবাজার), ছাতক থানার এফআইআর নং-০৫, তারিখ ০৩ আগস্ট ২০২৫, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোডের সন্ধিগ্ধ আসামী মো: রনি আহমদ (২৬) (সাং-৩৫ নং ওয়ার্ড, সোবহানীঘাট ডাকঘর, সিলেট সদর) এবং ছাতক থানার এফআইআর নং-৩৩, তারিখ ২৪/০৭/২০২৫, ধারা-৩০৬ পেনাল কোডের রিমান্ড আসামী মো: আলী হোসেন (৩২) (সাং-বড়বিহাই, ইউপি-উত্তর খুরমা) এই পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ জানায়, আসামিরা বিভিন্ন ধারায় মামলার সাথে যুক্ত রয়েছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments