Tuesday, August 5, 2025
Homeশিক্ষাশাহজালাল (রহ.) কর্ণার উদ্বোধন: ইতিহাস ও আধ্যাত্মিকতার সংরক্ষিত নিদর্শন

শাহজালাল (রহ.) কর্ণার উদ্বোধন: ইতিহাস ও আধ্যাত্মিকতার সংরক্ষিত নিদর্শন

শাবিপ্রবি প্রতিনিধি,

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘শাহজালাল (রহ.) কর্ণার’। কর্ণারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

 

এই কর্ণারে স্থান পেয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর জীবন, দর্শন ও অবদান নিয়ে রচিত বিভিন্ন গ্রন্থ ও পুস্তক। দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে তাঁর ব্যবহৃত প্রতীকী তরবারি, যা তাঁর ইতিহাস ও আত্মিক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া এবং লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ।

 

এই কর্ণার বিশ্ববিদ্যালয় পরিবার ও আগ্রহী গবেষকদের জন্য এক অনন্য জ্ঞানভাণ্ডার হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments