শাবিপ্রবি প্রতিনিধি,
সিলেটের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশিষ্ট শিক্ষক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।
৩ আগস্ট (রবিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও নর্থ ইস্ট ইউনিভার্সিটির আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক ড. ইকবাল বলেন, “আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ। আশা করি, সকলের সহযোগিতায় আমি এই দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে পারব।”
প্রসঙ্গত, অধ্যাপক ইকবাল এর আগে শাবিপ্রবিতে হল প্রভোস্ট, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা ও ভর্তি কমিটির সদস্য সচিবসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইথিক্স বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।