সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ৩ দফা দাবিতে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। এর ফলে সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, যার কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আজ সকাল থেকে সুনামগঞ্জ শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিকেরা কোনো যানবাহন চলতে দিচ্ছে না। তাঁরা সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছে এবং ব্যক্তিগত যানবাহনও আটকে দিচ্ছে। এতে গন্তব্যে যেতে না পারায় সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
বিশেষ করে জেলার বাইরে কিংবা জেলার অভ্যন্তরীণ উপজেলাগামী সরকারি ও বেসরকারি অফিসগামী মানুষজন বিপাকে পড়েছেন। চিকিৎসা নিতে আসা রোগীরাও হঠাৎ কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন।
ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামের বাসিন্দা করিম আহমদ বলেন, ‘আমরা জানতাম না যে ধর্মঘট চলছে। ধর্মপাশা থেকে ৬ ঘণ্টা লঞ্চে এসে দেখি বাস বন্ধ। এখন সিলেট যাওয়া সম্ভব হচ্ছে না।’
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক শিক্ষার্থীর হাতে এক পরিবহন শ্রমিক মারধরের শিকার হয়েছেন ও একটি বাস ভাঙচুর হয়েছে। সেই সঙ্গে শ্রমিক দেলোয়ারের মুক্তি ও শ্রমিক নেতা আনোয়ারের ওপর হামলার বিচারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। দাবি মানা না হলে কর্মবিরতি চলবে।
এদিকে সোমবার সকাল ১১টায় পরিবহন শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। গতকাল রোববার সকালে ভাড়া নিয়ে সুবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে এক শ্রমিক মারধরের শিকার হন। পরে একজন শিক্ষার্থী একটি বাস ভাঙচুর করেন।