Monday, August 4, 2025
Homeলিড সংবাদশ্রমিক ধর্মঘটে সুনামগঞ্জের সঙ্গে সারা দেশের বাস বন্ধ 

শ্রমিক ধর্মঘটে সুনামগঞ্জের সঙ্গে সারা দেশের বাস বন্ধ 

নিজস্ব প্রতিবেদক,

৩ দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক‌্য পরিষদ। রোববার রাত ৮টা থেকে কর্মবিরতি পালন করায় সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক‌্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন শ্রমিককে মারধর ও বাস ভাঙচুর, পরিবহন শ্রমিক দেলোয়ারের মুক্তি ও শ্রমিক নেতা আনোয়ারের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মহা সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ডাক দিয়েছেন তারা। দাবি মানা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

 

এদিকে কর্মবিরতি ডাক দেওয়ায় রাতে কোনো ধরনের দূরপাল্লার পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। পরিবহন শ্রমিকদের ডাকা আকস্মিক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ যাত্রীরা।

 

কর্মবিরতির বিষয়ে সোমবার বেলা ১১টায় পরিবহন শ্রমিকদের সাথে জেলা প্রশাসনের একটি সভা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রেজাউল করিম।

 

এর আগে রোববার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হন এক পরিবহন শ্রমিক। এসময় শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments