Sunday, August 3, 2025
Homeরাজনীতিজামাতছাতকে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন’র কমিটি গঠন। সভাপতি মোশাররফ, সেক্রেটারি জুয়েল

ছাতকে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন’র কমিটি গঠন। সভাপতি মোশাররফ, সেক্রেটারি জুয়েল

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের ছাতকের ইসলামপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্য নিয়ে গঠিত সামাজিক সংগঠন স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দ্বীবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১লা আগস্ট ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আব্দুল আজিজ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়।

 

নতুন কমিটিতে হাজী মোশারফ হোসেন সভাপতি, আব্দুল আজিজ সুজন ভাইস প্রেসিডেন্ট, সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল জেনারেল সেক্রেটারী, আবু তাহের এসিস্ট্যান্ট সেক্রেটারী, আফজাল হোসেন রুহুল ফাইন্যান্স সেক্রেটারী, জাহিদ হাসান রুহেল এডুকেশন সেক্রেটারী, ইঞ্জিঃ ইব্রাহীম সাদেক এসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারী, সাব্বির আহমদ প্রেস সেক্রেটারী এবং হাজী বদরুল আলম সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

 

কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যরা বলেন, “জাতি যত শিক্ষিত, তত উন্নত। শিক্ষার বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে একক সংগঠন বা কমিটির কাজ যথেষ্ট নয়, এজন্য সমাজের সকল স্তরের মানুষকে তাদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, ব্যক্তিগত মনোভাব ছেড়ে প্রতিষ্ঠান ও পেশার স্বার্থে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব।

 

নতুন কার্যনির্বাহী কমিটি ইসলামপুর ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments