Sunday, August 3, 2025
Homeঅপরাধসুনামগঞ্জের তাহিরপুরে নৌকাসহ বিপুল সংখ্যক ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের তাহিরপুরে নৌকাসহ বিপুল সংখ্যক ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ১৮ টি ভারতীয় গরু সহ একটি নৌকা জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকার বেশি।

 

শনিবার(২ আগষ্ট)ভোর রাতে উপজেলার বিরেন্দ্র নগর এলাকায় গরু গুলো আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়।

 

বিজিবি সূত্র জানা গেছে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ভোর রাতে বীরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া থেকে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করে। এসব গরু ও নৌকার সিজার মূল্য ২০ লক্ষ চল্লিশ হাজার টাকা।

 

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে জানান,আটক স্টিলবডি নৌকাসহ ভারতীয় গরু শুল্ক কার্যালয়,সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments