Sunday, August 3, 2025
Homeঅপরাধছাতকে গায়েবি প্রশিক্ষণে লক্ষাধিক টাকা আত্মসাৎ: কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লক্ষ টাকা!

ছাতকে গায়েবি প্রশিক্ষণে লক্ষাধিক টাকা আত্মসাৎ: কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লক্ষ টাকা!

 

 

*সাজ্জাদ মাহমুদ মনির, ছাতক উপজেলা প্রতিনিধি*

সুনামগঞ্জের ছাতকে গত তিন বছর ধরে মহিলা বিষয়ক কর্মকর্তা না থাকায়, অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এজেএম রেজাউল আলম বিন আনছার। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি গায়েবি প্রশিক্ষণ দেখিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা সরকারি তহবিল থেকে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

জানা গেছে, উপজেলা রিসোর্স পুলের ‘মডিউল-১ এসবিসিসি প্রশিক্ষণ’ এর নামে কোনো বাস্তব প্রশিক্ষণ না দিয়েই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে নথি তৈরি করেন তিনি।

 

শুধু ছাতক উপজেলা থেকেই ভুয়া স্বাক্ষরের মাধ্যমে ২ লাখ ১৬ হাজার টাকা তুলে নেন। আরো জানা গেছে, বহু স্বাস্থ্য সহকারী পিআরএল (অবসরোত্তর ছুটি)-এ চলে গেলেও তাদের নামেও বরাদ্দ দেখিয়ে টাকা উত্তোলন করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট কেউই এসব টাকা হাতে পাননি।

 

ঘটনার বিষয়ে একাধিক কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন এই জালিয়াতির কথা। কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্ত কিংবা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 

স্থানীয় সচেতন মহল দুর্নীতির এই ঘটনাটির সঠিক তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments