Sunday, August 3, 2025
Homeবিনোদনআমি এতিম, আমার আর কেউ থাকল না: মিষ্টি জান্নাত

আমি এতিম, আমার আর কেউ থাকল না: মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক,

 

ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা মিষ্টি জান্নাতের বাবা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরেই তার বাবা শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

 

শনিবার (২ আগস্ট) বাবার মৃত্যুর তিনদিন পর সামাজিকমাধ্যমেও অভিনেত্রী এক আবেগঘন পোস্টে লিখেছেন, আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে সারাদিন-রাত দেখার ব্যবস্থা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।

 

তিনি আরও লিখেছেন, আমি,আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে। বাবা নাই এটা একটা দুঃস্বপ্ন হতে পারে না। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।

 

অভিনেত্রীর বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

এর আগে গত ৩০ জুলাই একটি পোস্টে মিষ্টি জান্নাত লিখেছিলেন, দীর্ঘদিন ধরেই তার বাবা অসুস্থ। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় তার বাবাকে।

 

প্রসঙ্গত, মিষ্টি জান্নাতের বাবার নাম মো. মকবুল হুসাইন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments