পিন্টু দেবনাথ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান জমসেদ এর স্বদেশ আগমনে সংবর্ধনা প্রদান করেছে রহিমপুর ও মুন্সীবাজার বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার।
বৃহস্পতিবার রাত ৯ টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কয়েস আহমেদ এর সভাপতিত্বে ও শাহরিয়ার চৌধুরী লিটন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মোঃ দুরুদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য মো. শফিকুর রহমান, সদস্য ইলিয়াস মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ মবশ্বির আলী ও সংবর্ধিত ব্যক্তি সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান জমসেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রহিমপুর ইউনিয়ন যুবদল নেতা অলিউর রহমান চৌধুরী জৈনু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহিদ আহমেদসহ আরো অনেকে।
বক্তরা বলেন, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান জমসেদ যুক্তরাষ্ট্র থেকেও এলাকার জন্য অনেক অবদান রেখেছেন। তিনি জাতীয়তাবাদীর আদর্শে অনুপ্রাণীত হয়ে দলকে সহযোগিতা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।
সবশেষে রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়ন জাতীয়তাবাদীদলে ও কৃষকদলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।