Friday, August 1, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জশাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে আ*গু*ন, হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে আ*গু*ন, হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক,

হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে পড়েছে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই সরকারি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে।

 

শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রটি হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউশন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

 

বিদ্যুৎকেন্দ্রের এক কর্মচারী মিজান জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে সিটি ও ব্রেকার অংশে আগুন ধরে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো জেলায় পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়।

 

তিনি আরও জানান, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলী ও কারিগরি দলের সদস্যরা কাজ করছেন। তবে বিদ্যুৎ পুনরায় কখন চালু হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

এদিকে বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, আগুন লাগার পরপরই বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিস দল প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এসে তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments