Friday, August 1, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেটের ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহ'ত ১

সিলেটের ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহ’ত ১

নিজস্ব প্রতিবেদক,

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (উড়োজাহাজে উঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় তা ফেটে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

 

বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা হয় বলে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ নিশ্চিত করেছেন।

 

হাফিজ আহমদ বলেন, ‘নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের এক কর্মী দুর্ঘটনাকবলিত হয়ে মারা গেছেন। অপর একজন আহত হয়েছেন।’

 

বিমানবন্দরের এই পরিচালক আরও বলেন, ‘নিহত যুবকের নাম রুম্মান। তাঁর বাড়ি সিলেট নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়। আহত ব্যক্তির নাম এনামুল। তাঁর বাড়ি বিমানবন্দর থানার মহালদিগ গ্রামে।’

 

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘চাকা মেরামত একটি রুটিন কাজ ছিল। বিমানবন্দরের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে এ দুর্ঘটনা হয়। এতে দুজন আহত হয়। আহতদের সিলটের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments