Friday, August 1, 2025
Homeসিলেট বিভাগসিলেটকানাইঘাটের বিশিষ্ট আলেমেদ্বীন মাও. হুদুর রহমানের দাফন সম্পন্ন

কানাইঘাটের বিশিষ্ট আলেমেদ্বীন মাও. হুদুর রহমানের দাফন সম্পন্ন

 

 

কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাটের বিশিষ্ট আলেমেদ্বীন পৌরসভার ঢালাইচরগ্রাম নিবাসী মাওলানা হুদুর রহমান জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বাদ যোহর ঢালাইচর জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ ওসিয়ত অনুযায়ী পড়ান সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

মাওলানা হুদুর রহমানের জানাজার নামাজে বিভিন্ন উপজেলার দূর-দুরান্ত থেকে কয়েক হাজার মানুষ শরীক হন। পরে তার লাশ ঢালাইচর কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজ পূর্বে বিশিষ্ট আলেমেদ্বীনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, জামায়াতে ইসলামের সিলেট জেলার নায়েবে আমীর হাফিজ মাও. আনোয়ার হোসেন খান, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. তাহির উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও. হাফিজুর রহমান, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. ইলিয়াস আলী, গোলাপগঞ্জ ফুলবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. জাকির হোসেন, মনসুরিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাও. সাইফুল আলম সহ আরো অনেকে। তারা বলেন, বৃহত্তর সিলেটের অন্যতম প্রবীণ আলেমেদ্বীন মাওলানা হুদুর রহমানের মৃত্যুতে ইসলামী আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। মাওলানা হুদুর রহমান সব-সময় ইসলামী আদর্শকে ধারন করে তার জীবন পরিচালিত করেছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন এবং জামায়াতে ইসলামের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আল্লাহ-রাব্বুল আল-আমীন যেন তাকে জান্নাত নসীব করেন।

উল্লেখ্য যে, বার্ধক্যজনীত কারনে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢালাইচর গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। ইন্নানিল্লাহি—–রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা হুদুর রহমান কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর এখানে ৭ বছর শিক্ষকতা করেন।

এছাড়া বড়চতুল ইউনিয়নের মালিগ্রাম কওমি মাদ্রাসায় ৮ বছর শিক্ষকতা করার পাশাপাশি কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ১৭ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। উপ-মহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা মুশাহিদ বায়মপুরী (র.) একজন সাগরেদ ছিলেন তিনি। এছাড়া তিনি ধর্মীয় ভাবে বিভিন্ন ফতোয়া প্রদান করতেন এবং ইসলামী সভা সেমিনার জলসায় অংশগ্রহণ করে ইসলামের সুমহান আদর্শ প্রচার করতেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments