দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
দোয়ারাবাজারে কবীর হত্যা মামলায় আসামী পক্ষের বাড়িঘর লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের টুকের হাটি মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কবীর নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আসামী পক্ষের ইরফান আলী, আব্দুল জলিল, শফিকুল, সুজন মিয়ার বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে।
সোনাপুর গ্রামের টুকের হাটি মহল্লার সুজন মিয়ার স্ত্রী সুজনারা বেগম বলেন, সংঘর্ষে কবীর নিহত হওয়ার পরই বাড়ি-ঘরে হামলা চালিয়ে গরুসহ বসত ঘর লুটপাট করে নিয়ে যায়।
ইরফানের স্ত্রী জানান, সাজু বেগম বলেন, বাদী পক্ষের লোকজন আমাদের বাড়িঘরে হামলা করে, মারধর করতে আসে। আমাদের নিরাপত্তা নেই। এখানে অনেক নিরীহ লোককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে ।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) সামস উদ্দিন জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।