Tuesday, July 29, 2025
Homeসিলেট বিভাগসিলেটবিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

 

 

গোয়াইনঘাট প্রতিনিধি:

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপণ করা হয়৷

বৃক্ষরোপণ কর্মসূচিতে গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি আব্দুল মালিক, সাবেক সভপতি এম.এ মতিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সদস্য মারজানুল ইসলাম জুনেদসহ অন্যান্য সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাব দেশের গণমাধ্যমে উন্নয়নমূলক বিভিন্ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকে। এর অংশ হিসেবে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমরা আশা করি এর মাধ্যমে দেশের জনগণ বনায়নে উৎসাহিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments