Monday, July 28, 2025
Homeখেলাধুলাক্রিকেটঅনেক কিছু ঘটে যাচ্ছে, সবাই সত্যের সঙ্গে থাকবেন: এবার মুখ খুললেন তাসকিন

অনেক কিছু ঘটে যাচ্ছে, সবাই সত্যের সঙ্গে থাকবেন: এবার মুখ খুললেন তাসকিন

স্পোর্টস ডেস্ক,

 

সিফাতুর রহমান সৌরভ নামের ছোটবেলার এক বন্ধুকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। এ ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এই অভিযোগকে গুজবে বলে উড়িয়ে দিয়েছেন টাইগার পেসার, সেই সঙ্গে সবাইকে সত্যের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেছেন।

 

সোমবার (২৮ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তাসকিন।

 

পাঠকদের জন্য তাসকিনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না।

 

আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে, সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে।

 

এটা যে পর্যায়ে গেছে, কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই, বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি, সত্যের সাথেই থাকবেন, সত্য কখনও মিথ্যা হয় না।

 

এদিকে জিডিতে ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন। সৌরভের অভিযোগ, তাসকিন তাকে কিল-ঘুষি মেরে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, রোববার (২৭ জুলাই) রাতে মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।

 

মিরপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments