Tuesday, July 29, 2025
Homeসিলেট বিভাগসিলেটজাফলংয়ে অভিযান: পাথরবোঝাই ৫০ নৌকা ধ্বংস, ৫ ট্রাক বালু জব্দ

জাফলংয়ে অভিযান: পাথরবোঝাই ৫০ নৌকা ধ্বংস, ৫ ট্রাক বালু জব্দ

নিজস্ব প্রতিবেদক,

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মিশ্রিত পাথরবোঝাই ৫০ নৌকা ধ্বংস ও ৫টি ট্রাক বালু জব্দ করা হয়েছে।

 

অবৈধ খনিজ সম্পদ আহরণ ও পরিবহণের বিরুদ্ধে রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ মোবাইল কোর্ট পরিচালনা করে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার জাফলংয়ের বল্লাঘাট থেকে জিরোপয়েন্ট পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

সিমন সরকার জানান, অভিযানে খনিজ বালু মিশ্রিত পাথর বোঝাই প্রায় ৫০টি নৌকা নষ্ট করা হয়েছে এবং ৫টি ট্রাকে লোডিং করা বালু জব্দ করা হয়েছে।

 

তিনি জানান, জব্দকৃত বালু জাফলং পুলিশ চৌকিতে সংশ্লিষ্ট থানার এসআই এবং ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারের জিম্মায় রাখা হয়েছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোকে নির্দেশ দেওয়া হয়েছে যে, জব্দকৃত এই মালামালগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

 

এদিকে, এরআগে ২৪ জুলাই খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়েরগড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

এই অভিযানে অবৈধভাবে উত্তোলন করা ৫২৫০.২ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬২ হাজার ৫১০ টাকা। জব্দকৃত পাথরগুলো স্থানীয় ইউনিয়ন সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

 

সংশ্লিস্টরা জানান, অবৈধ খনিজ সম্পদ আহরণ ও পরিবহণের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারের রাজস্ব নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এই অভিযানগুলো দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments