নিজস্ব প্রতিবেদক,
হবিগঞ্জের লাখাই উপজেলায় অ্যাডভোকেট আবু জাহির মডেল কলেজের খেলার মাঠে ধান চাষের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। মাঠে হালচাষ ও জমি প্রস্তুতের দৃশ্য এরই মধ্যে দেখা গেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ রফিক আলী কলেজের এক পাহারাদারের কাছে ৪১ হাজার টাকায় মাঠটি এক বছরের জন্য লিজ দেন। অভিযোগ উঠেছে, লিজের অর্থ থেকে কলেজের শিক্ষক-কর্মচারীরা ভাগ বণ্টন করেছেন।
শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে ক্ষুব্ধ। তারা বলেন, মাঠে চাষাবাদ হলে খেলাধুলা বন্ধ হয়ে যাবে এবং কলেজের পরিবেশ নষ্ট হবে। তারা জরুরি ভিত্তিতে মাঠ রক্ষা না হলে আন্দোলনের হুমকিও দেন।
এলাকাবাসীও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে এলাকার শিক্ষার্থীসহ স্থানীয় যুবকরা এ মাঠে খেলাধুলা করতো। এ মাঠে এখন ধান চাষ হবে এটি কোন মতেই মানা যায় না। এ ব্যাপারে প্রতিবাদ করা দরকার।
কলেজের হিসাবরক্ষক শাহ আহমদ আলী শান্ত বলেন, লিজ বাবদ প্রাপ্ত ৪১ হাজার টাকার মধ্যে প্রায় ৩০ হাজার টাকা বিভিন্নজন ভাগ করে নিয়েছেন। তবে এর বেশি কিছু বলা সম্ভব নয়।’
এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ রফিক আলী বলেন, এ কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমরা শিক্ষকরা অনেকটা খেয়ে না খেয়ে পাঠদান করে যাচ্ছি। ১৮ মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। তাই কলেজের মাঠসহ অন্য জমিগুলো লিজ দেয়া হয়েছে পাওনা পরিশোধের জন্য।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির দায়িত্বপ্রাপ্ত সদস্য আব্দুল কুদ্দুস বলেন, খেলার মাঠ লিজ দেয়ার বিষয়ে আমি কিছুই জানি না। যদি এ ধরণের ঘটনা ঘটে থাকে তবে তার প্রতিবাদ করা দরকার।
লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের অনিয়মের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।