শাবিপ্রবি প্রতিনিধি,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজ ২৫ জুলাই অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা “জুলাই ৩৬ কুইজ প্রতিযোগিতা ২০২৫”। শুক্রবার সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের দুটি গ্যালারি কক্ষে, যেখানে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতা শুধুমাত্র একাডেমিক মেধা যাচাইয়ের মাধ্যম ছিল না, বরং একটি সময়কে মনে করিয়ে দেওয়ার উদ্যোগও ছিল। আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী মোহাম্মদ সোহাগ বলেন, “প্রশ্নগুলোর মান ছিল চমৎকার। এমন আয়োজনে অংশগ্রহণ করে আমরা ইতিহাসের সঙ্গে নতুনভাবে যুক্ত হতে পারি।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতা পরিদর্শন করেন। তিনি বলেন, “অসাধারণ আয়োজন। এমন জ্ঞানভিত্তিক উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।” তিনি পূর্বনির্ধারিত তিন বিজয়ীর বাইরে অতিরিক্ত সাতজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহপরান হলের প্রভোস্ট প্রফেসর ইফতেখার, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর জামাল উদ্দিন এবং সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট প্রফেসর সেলিম উদ্দিন।
পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ইসহাক। বাস্তবায়নে সহযোগিতা করেন জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট ছাত্রনেতারা—ফয়সাল হোসেন, আজাদ শিকদার, হাফিজুল ইসলাম, মাহবুবুল ইসলাম পবন এবং আলি আব্বাস শাহিন। পাশাপাশি বহু স্বেচ্ছাসেবক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করেন।
উপহারস্বরূপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে দেওয়া হয় একটি করে কলম ও চকলেট।
এই আয়োজনে প্রতিযোগিতা যেমন ছিল, তেমনি ছিল দায়িত্ববোধ ও ইতিহাসচেতনা জাগানোর প্রচেষ্টা।