দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) বোতল (Officers Choice)
মদসহ আব্দুল আহাদ(৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । বৃহস্পতিবার (২৪-জুলাই) রাত পৌনে ১০ টার দিকে দোয়ারাবাজার অফিসার ইনচার্জ জাহিদুল হক এর দিক নির্দেশনায় থানার এস আই মোহন রায় ও এএসআই আশরাফ খাঁন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের মাজেরগাঁও সাকিনের হেলিপ্যাড সংলগ্ন নাইন্দার হাওড়গামী কাঁচা রাস্তার উপর হতে ৪০ (চল্লিশ) বোতল (Officers Choice) মদসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।পালিয়ে যাওয়া অপর আসামী জাহাঙ্গীর আলম (৩৫) এর একটি এন্ড্রয়েড মোবাইল সেটও জব্দ করা হয় ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো- উপজেলার নরসিংপুর ইউনিয়নে’র তেরাপুর গ্রামের মৃত গেদা মিয়া প্রকাশিত মদরিছ আলীর পুত্র আব্দুল আহাদ (৪৪)।এবং দৌড়ে পালিয়ে যাওয়া আসামী সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের মৃত রজব আলীর পুত্র।
এ বিষয়ে দোয়ারাবাজার থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে