Saturday, July 26, 2025
Homeরাজনীতিসিলেটে ছাত্র আন্দোলনের সংগঠককে ছু'রিকাঘা'ত

সিলেটে ছাত্র আন্দোলনের সংগঠককে ছু’রিকাঘা’ত

সিলেট প্রতিনিধি,

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির এক সংগঠককে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

আহত তৌফিক ওমর তানভীর (২২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির সংগঠক। কে বা কারা তার উপর হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

 

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ওই তরুণের উরুতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। আহত তানভীর আশঙ্কামুক্ত উল্লেখ করে তিনি জানান ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

এদিকে শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের কর্মসূচিতে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ পৌছান। শহরের ট্রাফিক পয়েন্টে বেলা ২ টায় সমাবেশ শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের সমাবেশে যোগ দেবেন। তাদের সুনামগঞ্জে অবস্থানরত অবস্থায় সিলেট নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আহত হওয়ার ঘটনা ঘটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments