Saturday, July 26, 2025
Homeরাজনীতিবিএনপিদোয়ারাবাজারে আবু হেনা আজিজকে সংবর্ধনা

দোয়ারাবাজারে আবু হেনা আজিজকে সংবর্ধনা

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাটাখালী বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।

সংগঠনের আহ্বায়ক মাশুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু হেনা আজিজ।

বক্তব্যে তিনি বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আজীবন জাতীয়তাবাদী শক্তির পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ষড়যন্ত্রকারীরাই ফ্যাসিবাদের দোসর—এদের মানুষ চিনে।’

তিনি আরও বলেন, ‘এখন সময় ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার। বিভাজন ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিবুর রহমান, গৌছ আলী, আবদুল আলীম প্রমুখ।

বক্তারা বলেন, ‘দলের দুর্দিনে আবু হেনা আজিজ যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা অনস্বীকার্য। তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়েও নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং দলের আদর্শে অবিচল থেকেছেন।’

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments