শাবিপ্রবি প্রতিনিধি,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঐতিহাসিক জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে একদিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন সঞ্চালন ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট যৌথভাবে এ আয়োজন করে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন শাবিপ্রবির প্রথম ছাত্রী হল কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে অংশ নিচ্ছেন। এ দিনব্যাপী কর্মসূচিতে অন্তত ৩০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন।
পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মমিন উদ্দিন বলেন, “জুলাই মাস আমাদের ইতিহাসে আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। গত বছরের এই সময় তরুণরা বুকের রক্ত দিয়ে প্রতিবাদের কথা বলেছিলেন। আজকের রক্তদান সেই স্মৃতি বহন করে এবং আমাদেরকে ত্যাগের মূল্য শিখায়।”
সঞ্চালনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, “আমরা বিশ্বাস করি, রক্তদান শুধু জীবন বাঁচায় না, বরং জাতির গৌরবময় অধ্যায়গুলোও স্মরণ করিয়ে দেয়। আমাদের এই প্রয়াস শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা জাগিয়ে তোলে।”
প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ দিলারা রহমান বলেন, “শুধু পড়াশোনাতেই নয়, শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও যেভাবে অগ্রণী ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। রক্তদানের মতো উদ্যোগ তাদের মধ্যে একতা ও সহানুভূতির মানসিকতা গড়ে তোলে।”