নিজস্ব প্রতিবেদক,
সিলেট সীমান্ত এলাকায় চোরাচালানকালে ২ দিনে ৫ কোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিলেটের আখালিয়াস্থ বিজিবি দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বুধ ও বৃহস্পতিবার বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ক্রিম, ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো এবং চিনি আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা।
তিনি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।