Friday, July 25, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগমৌলভীবাজারে ৭টি মামলার আসামী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক

মৌলভীবাজারে ৭টি মামলার আসামী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক

 

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :

 

মৌলভীবাজার ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ (৩১) কে ভারত যাওয়ার সময় আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় তিনি পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

আটককৃত আব্দুস সামাদ আজাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর উপজেলার ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছিলেন।

মৌলভীবাজার মডেল থানা ওসি গাজী মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্র জানতে পেরেছি সে বেনাপোল দিয়ে ভারত চলে যাবে আমাদের আবেদনের প্রেক্ষিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যক্তির নামে ৭টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুঁজছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানান।

বেনাপোল চেকপোষ্টের ওসি জানান, তার বিরুদ্ধে ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments