দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন কবির উদ্দিন (৪৫), তিনি পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা ও নুর আলীর ছেলে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে পুরনো বিরোধের সূত্র ধরে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কবির উদ্দিন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।