মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদাসী গ্রামে সরকারী খাস জমি জবরদখল করে বাড়ীঘর নির্মাণ করা হয়েছে। এ ব্যাপার জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় খরব প্রকাশিত হয়।
এলাকাবাসীর পক্ষ মোঃ তফছির উদ্দিন থানায় লিখিত অভিযোগ এবং মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে ৪৪/২২ উচ্ছেদ মামলা কার্যকর করার প্রসঙ্গে একটি লিখিত আবেদন করেন। যার অনুলিপি কমলগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কমলগঞ্জ থানা ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার বরাবরে প্রেরণ করেন।
জেলা প্রশাসক বরাবরে গত ২২.১২.২০২৪ ইং তারিখে আবেদন সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার উত্তর কানাইদাসী গ্রামে ইসলামাবাদ মৌজা, ১১০নং জে.এল, ১নং খতিয়ান, ২৩২৮ দাগ নং এর ২৮ শতক সরকারী খাস জমির উপর আব্দুর রশীদ জবরদখল করে অবৈধ ভাবে বাড়ী নির্মান করেছেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সরকারী ভূমিতে বাড়ী নির্মাণে বাঁধা প্রদান করেন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বাঁধা উপেক্ষা করে বাড়ী নির্মান করেন। যার প্রেক্ষিতি তাঁর বিরুদ্ধে ৪৪/২২নং উচ্ছেদ মামলা দায়ের করা হয়। বিগত তিন বছর পূর্বে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সরকারের ১নং খাস খতিয়ান ভূক্ত ভূমি হতে তাঁকে উচ্ছেদের আদেশ হয় এবং এ ব্যাপারে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। কিন্তু বিগত সরকারের আমলে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন হয়নি।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। এ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মোঃ তফছির উদ্দিন এ প্রতিনিধিকে জানান, খাস জমির পাশাপাশি আমার কিছু অংশ দখল করা হয়েছে। তিনি বলেন, আব্দুর রশিদ এর নিজস্ব মালিকাধীন ঘরবাড়ি ভূমি থাকার পরও সরকারী রাস্তা ও ভূমি দখল করেছেন। উচ্চ আদালতের রায় থাকার পরও আজ পর্যন্ত ৪৪/২২ উচ্ছেদ মামলা দ্রুত কার্যকর হচ্ছে না। তিনি এ রায় কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।