Wednesday, July 23, 2025
Homeলিড সংবাদসিলেটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিলেটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক,

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সিলেটেও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে সিলেট শিক্ষা বোর্ডের সামনে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। সন্ধ্যা পর্যন্ত এই সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

 

বিকেলে সড়ক অবরোধ করে সড়কেই আছরের নামাজ আদায় করেন এবং নামাজ পরবর্তীতে তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চেয়ে মোনাজাত করেন। এতে অনেক যানবাহন আটকা পড়ে জানজটের সৃষ্টি হয়। সিলেট

 

এর আগে নগরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার দুপুরের দিকে ঢাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়লে তাদের লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এমন সংবাদ ছড়িয়ে পড়লে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীরাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। তারা মিছিল নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

 

এসময় তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। ল

 

রাস্তায় অবস্থান নেওয়া শিক্ষার্থী আলতাফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় দুর্ঘটনায় শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে। গোটা দেশ এবং বিশ্ব যখন শোক প্রকাশ করছে, তখন আমাদের শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রনলয়ের বড় কর্তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন। কখন কি পদক্ষেপ নিতে হবে তারা জানেন না। এত বড় শোক বুকে নিয়ে আমরা কিভাবে পরীক্ষায় বসবো? তারা পরীক্ষা স্থগীতের সিদ্ধান্ত জানায় রাত তিনটার সময়। অথচ চরম হতাশা নিয়ে অনেক শিক্ষার্থী তবু বাধ্য হয়ে তখন কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

অপর এক শিক্ষার্থী বলেন, আমাদের অনেকে কেন্দ্রে গিয়ে জেনেছেন পরীক্ষা স্থগীত করা হয়েছে। এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাইনা। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বোনা।

 

সন্ধ্যার সাথেসাথে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এসময় তারা জানান, দাবি আদায়ে বুধবার সকাল ১১ টায় নগরের চৌহাট্টায় কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে অবস্থান নেবেন তারা।

 

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বলেন, শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে সড়ক ছেড়ে চলে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments