নিজস্ব প্রতিবেদক,
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (২২ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ ও বাংলাবাজার বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়।
অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল-বিদেশি সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, ভারতীয় শাড়ি, মাল্টা, চিনি, সুপারি, চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা।
বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা।
আটক মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।