Thursday, July 24, 2025
Homeখেলাধুলাক্রিকেটবিমান দুর্ঘটনায় নি'হতদের সিরিজ উৎসর্গ

বিমান দুর্ঘটনায় নি’হতদের সিরিজ উৎসর্গ

 

 

ক্রীড়া প্রতিবেদক,

 

প্রকাশ: ২২ জুলাই ২০২৫,

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ১৩৩ রান করা ম্যাচে ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট নিয়েছিল বাংলাদেশ। মিডল অর্ডারে ফিল্ডিংয়ে কিছু ভুলের কারণে ম্যাচ কঠিন হয়ে যায়।

 

শেষ পর্যন্ত জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে দল। এই সিরিজ জয় উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধপ্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক লিটন দাস।

 

ম্যাচ শেষে তিনি বলেন, ‘সম্প্রতি বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে এই সিরিজ জয় তাদের উৎসর্গ করতে চাই।’ উত্তরার বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

 

পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে অধিনায়ক লিটন সম্প্রচার মাধ্যমকে বলেন, ‘দল হিসেবে আমরা ভালো খেলেছি। পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করা উচিত ছিল। কিন্তু আমরা তা পারিনি। শেখ মেহেদি ও জাকের আলীর ব্যাটিং দেখা দারুণ উপভোগ্য ছিল। এটা ১৩০-১৪০ রানের উইকেটই মনে হচ্ছিল। বিশ্বাস ছিল, আমরা এই রান আটকাতে পারবো।’

 

ম্যাচ কঠিন হয়ে যাওয়া প্রসঙ্গে লিটন জানান, তারা কিছু ভুল করেছেন। শেষ দিকে বল সহজে ব্যাটেও আসছিল, ‘আমরা শুরুতে দারুণ বোলিং করেছি। ১২-১৫ পর্যন্ত বোলিং ভালো হয়েছে। এরপর কিছু ভুল করেছি। ক্যাচ ফেলেছি, রান দিয়েছি। নতুন বলে ব্যাটিং করা এখানে কঠিন, বল পুরনো হলে কিছুটা সহজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments