নিজস্ব প্রতিবেদক,
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হতাহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশসহ ছয় দফা দাবিতে সিলেটে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় বুধবার (২৩ জুলাই) সিলেটে সর্বাত্মক ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে, ফলে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লা ও স্থানীয় যাত্রীরা। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা সড়কে বসেই আসরের নামাজ আদায় করেন এবং দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজা পড়েন।
এর আগে বিকেল ৩টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে স্লোগান দিতে দিতে মিছিল বের করে শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং সেখান থেকেই সড়ক অবরোধ শুরু হয়। শিক্ষার্থীরা বলেন, “আমরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত এসব দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।” তারা অবিলম্বে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, “আমরা দেখেছি কীভাবে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে। অথচ এখনো সরকার নির্ভরযোগ্য কোনো তথ্য দিচ্ছে না কতজন নিহত, কারা আহত। সেই সঙ্গে এইচএসসি পরীক্ষা নিয়েও ছলচাতুরি চলছে।”
ঢাকায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর সিলেটেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ বিক্ষোভে অংশ নেন, যার নেতৃত্বে ছিলেন এইচএসসি পরীক্ষার্থীরা।