শাবিপ্রবি প্রতিনিধি,
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল।
শনিবার (১৯ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা দুইটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের দুটি মসজিদে কর্মসূচি পালন করেন।
শাহপরাণ হল মসজিদে অনুষ্ঠিত প্রথম দোয়া মাহফিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাইম সরকার। আছরের নামাজ শেষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সভাপতি রাহাত জামান বলেন, “জুলাই-আগস্টে শহিদ হওয়া তরুণরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রপথিক। তাঁদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। ছাত্রদল তাঁদের আদর্শ অনুসরণ করে ন্যায়ের পথে অটল থাকবে।”
সাধারণ সম্পাদক নাইম সরকার বলেন, “যাঁরা অন্যায়ের প্রতিবাদে প্রাণ দিয়েছেন, তাঁরা ইতিহাসের অমর নায়ক। তাঁদের সাহস আমাদের প্রতিদিনের প্রেরণা।”
এদিন জোহরের নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদে আরেকটি মিলাদ মাহফিলের আয়োজন করেন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ।
তিনি বলেন, “গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামে যাঁরা জীবন দিয়েছেন, তাঁরা চিরকাল আমাদের আন্দোলনের দীপ্ত প্রদীপ হয়ে থাকবেন।”
দুই আয়োজনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দেশ, জাতি ও শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।