Sunday, July 20, 2025
Homeরাজনীতিজামাতছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাবিপ্রবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল

ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাবিপ্রবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল

শাবিপ্রবি প্রতিনিধি,

 

২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির।

 

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার এক মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মাসুদ রানা তুহিন।

 

দোয়া মাহফিলে মাসুদ রানা তুহিন বলেন, “২০২৪ সালের ২৪ জুলাইয়ের অভ্যুত্থান আমাদের শিখিয়ে দিয়েছে—অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে ঐক্যই হলো সবচেয়ে বড় শক্তি। আমরা যেন সেই চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব, ন্যায় ও ইনসাফের প্রশ্নে এক থাকি।”

 

তিনি আরও বলেন, “আজ যারা সেই জুলাইয়ের চেতনাকে বিকৃত করতে চায়, ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। শহিদদের রক্তের সঙ্গে বেইমানি আমাদের জাতিসত্তার সাথে বেইমানি। তাই শহিদদের মর্যাদা রক্ষা এবং আহতদের সুস্থতা কামনায় আমাদের এই দোয়া মাহফিল।”

 

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং শহিদদের আত্মার মাগফিরাত ও গাজীদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments