Friday, July 18, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চালু হলো ভাসমান বাজার

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চালু হলো ভাসমান বাজার

নিজস্ব প্রতিবেদক,

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চালু লো ভাসমান বাজার। পর্যটন শিল্পের বিকাশ ও স্থানীয় জনগনের অংশীদারিত্ব নিশ্চিতকরণে এই ভাসমান বাজার চালু করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।

 

শুক্রবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলার গোলাবাড়ি গ্রাম সংলগ্ন রৌহা বিলে এ ভাসমান বাজারের উদ্বোধন করা হয়। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা এ বাজার উদ্বোধন করেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে নৌকায় করে নিজেদের উৎপাদিন পণ্য বিক্রি করবেন স্থানীয়রা। হাওরপাড়ের ৮২ গ্রামের মানুষ তাদের উৎপাদিত সবজি, ফলমূল ও নিজস্ব তৈরি পণ্য বিক্রি করবেন এই বাজারে। বাজারটি প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে। এ বাজারের ক্রেতা হলেন হাওরে ঘুরতে আসা পর্যটকরা।

 

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, এনডিসি মোহাম্মদ ফজলুল করিম টিপু।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম জানান, এ বাজারের মূল উদ্দেশ্য স্থানীয়দের বিকল্প আয়ের উৎসের সন্ধান। এখানে চিপস, প্লাস্টিক জাত পন্যের মোড়ক ব্যতিরেকে অন্যান্য পণ্য যেমন ফলমূল, পিঠা, সবজি ইত্যাদি বিক্রি করতে পারবেন স্থানীয়রা।

 

এই্ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক কাসমির রেজা বলেন, এটি একটি ভালো উদ্যোগ। বিদেশে এমন অনেক ভাসমান বাজার আছে। তবে এই বাজারের মাধ্যমে যাতে কোনভাবেই হাওরের পরিবেশ দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাজারে যাতে স্থানীয় উৎপাদিত পন্য বিক্রি হয় তা নজরদারি রাখতে হবে।

 

প্রসঙ্গত, টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার তিনটি উপজেলার ১২৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। দেশের দ্বিতীয় রামসার স্থান এই হাওর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments