Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করেছে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ

৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করেছে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:::

৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করেছে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ।

গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে কর মেলা ও আলোচনা সভা’র মাধ্যমে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।

গতকাল মঙ্গলবার ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা’র মাধ্যমে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন বিট অফিসার মোঃ শাহ আলম ভূইঞা, ম্যাটাডোর কোম্পানির ম্যানেজার রেজাউল করিম, আই বি সরকারি প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, স্বাস্হ্য পরিদর্শক বাবু শচী রঞ্জন রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শক বরুন দেব, ইউপি সদস্য হারিছ উদ্দিন লালু, শ্যামলী রানী দেব, সিএইচসিপি সাহিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত সদস্য সোমা রেলী, সাফিয়া খাতুন, ইউপি সদস্য বাবুল চৌহান, বাবুল রেলী, মোঃ সহিদ মিয়া , মোঃ ইসলাম উদ্দিন, এস এম ফয়সল সপ্রাবি প্রধান শিক্ষক বিলকিস আক্তার, রতনপুর সপ্রাবি প্রধান শিক্ষক নুরজাহান আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শিখা বণিক, স্বাস্থ্য সহকারী আব্দুল মতিন, নাজমা আক্তার, পরিবার কল্যাণ সহকারী লাভলী রাণী চন্দ, স্মৃতি পাল, সিএইচসিপি আবু জাকারিয়া, রিহান উদ্দিন, চন্দন দাস, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ, মোঃ শরীফ, নোয়াপাড়া চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধি অজিত বিশ্বাস চাষা বাবু, বৈকুন্ঠপুর চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধি শাহজাহান বাবু, আল আমিন ফুড ফেয়ার প্রতিনিধি ঝুনু চৌধুরী, ইউপি অফিস সহকারী তপন চন্দ্র দেব, ট্যাক্স কালেক্টর রিয়াদ প্রমুখ।

উল্লেখ্য যে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন গণ সচেতনতা মূলক বিভিন্ন ফ্যাস্টুন এবং কর মেলার জন্য আলাদা ষ্টল স্থাপন করে সর্ব মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments