Friday, July 18, 2025
Homeঅপরাধছাতকে উনিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে সেনাবাহিনী 

ছাতকে উনিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে সেনাবাহিনী 

 

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ছাতকে উনিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে ছাতক সেনা ক্যাম্পের টহলরত সেনা সদস্যরা।

 

জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সুরমা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-উ-১৪-১২৩১ নং কাভার্ডভ্যানে করে আসা ভারতীয় পণ্য ফুসকা রেডব্লু সহ ৩ জনকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন উপজেলার টেংগারগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে জাহিদ মিয়া(২৫), ঢাকার সাভার থানার তালবাগ গ্রামের সাইফুদ্দীনের ছেলে মো.পারভেজ (৪৫) ও মোঃ জালাল সরদারের ছেলে মো.জহিরুল ইসলাম(২৩)।

আটকৃত মালামালের মধ্যে রয়েছে

(৫১৪০- কেজি) ফুসকা, ৯৫৮ পিস রেডব্লু ক্যান) ২টি এন্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন। যার আনুমানিক বাজার মূল্য-১৮ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটকৃত মালামাল ও আসামীদেরকে ছাতক থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দ জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments