Friday, July 18, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জজন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম সুনামগঞ্জ, ইতিহাস গড়ল জেলা প্রশাসন

জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম সুনামগঞ্জ, ইতিহাস গড়ল জেলা প্রশাসন

সুনামগঞ্জ প্রতিনিধি,

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশের ৬৪টি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে সুনামগঞ্জ জেলা। স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ‘জুন মাসের তুলনামূলক তথ্য’ অনুযায়ী এই গৌরবময় সাফল্য অর্জন করে জেলা প্রশাসন।

 

জানা গেছে, জুন মাসে সুনামগঞ্জ জেলা ৪,৪৫৭টি জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও বাস্তবে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৯,৬৪৩টি, যা লক্ষ্যমাত্রার ২১৬%। পাশাপাশি, সম্ভাব্য ১,৪৯৬টি মৃত্যুর বিপরীতে ২,৪১৮টি মৃত্যু নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা ১৬২% অর্জন নির্দেশ করে। সব মিলিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গড় অর্জন দাঁড়িয়েছে ১৮৯%, যা দেশের সর্বোচ্চ।

 

জেলা প্রশাসনের এই সাফল্যের মূল চালিকাশক্তি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তাঁর তত্ত্বাবধান, কঠোর মনিটরিং ও সময়োপযোগী নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাঝে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম জানান, ‘জেলা প্রশাসকের নির্দেশনা মেনে উপজেলা নির্বাহী অফিসারগণ ও স্থানীয় সরকার শাখার কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন বলেই এই অর্জন সম্ভব হয়েছে।’

 

ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে জেলা জুড়ে কড়াকড়িভাবে নির্দেশনা জারি করা হয়েছে। এই নিয়মের যথাযথ বাস্তবায়নই আমাদের এগিয়ে নিয়ে গেছে।’

 

তিনি আরও বলেন, ‘এই অর্জন প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমরা চাই এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক এবং জেলার প্রতিটি নাগরিকের জন্ম-মৃত্যু নিবন্ধন আরও দ্রুত ও সহজ হোক।’

 

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তথ্যমতে, নিবন্ধন কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করেছে লক্ষ্মীপুর জেলা, আর তৃতীয় স্থান অর্জন করেছে হবিগঞ্জ জেলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments