দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জাহাঙ্গীর গাঁও গ্রামের ৫০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীর গাঁওয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গ্রামটির মূল সড়ক থেকে আব্দুল মালিকের বাড়ি হয়ে হাতিরভাঙা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে কাদাপানিতে চলাচল সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। রাস্তায় বড় বড় গর্ত, কাদা ও খানাখন্দে ভরপুর হয়ে পড়ায় স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থী, মসজিদমুখী মুসল্লি ও সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, রাস্তা সংস্কারের জন্য অতীতে কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি। বরং, ট্রাক্টর ও ট্রলির চলাচলের ফলে রাস্তাটির অবস্থা আরও নাজুক হয়েছে। অবিলম্বে এই রাস্তার অন্তত ৫০০ মিটার পাকাকরণ না হলে, সামনের দিনগুলোতে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রোশন আলী, মনির হোসেন, আনিছ মিয়া, মতছির আলী, ছিদ্দিকুর রহমান, সিরাজুর রহমান, আব্দুল গণি, আলমাছ মিয়া, আশুক মিয়া, কারী মাহফুজুর রহমান, তোতা মিয়া, আব্দুল খালিক, মোজাম্মেল হোসেন ও রকিবুল হক প্রমুখ।
এলাকাবাসীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যেন তারা একটি ন্যূনতম চলাচলের উপযোগী রাস্তা পায়।