Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমাধবপুরে প্লাবনভূমিতে মাছের পোণা অবমুক্ত করলেন বিমান প্রতিমন্ত্রী

মাধবপুরে প্লাবনভূমিতে মাছের পোণা অবমুক্ত করলেন বিমান প্রতিমন্ত্রী

জালাল উদ্দিন লস্কর,হবিগঞ্জ জেলা প্রতিনিধি::

মাধবপুরে উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় বুল্লা প্লাবনভূমিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পোনা অবমুক্তকরণ অনুষ্পানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি। অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) আবু আসাদ ফরিদুল হক,কৃষি অফিসার আল মামুন হাসান,প্রাণীসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আব্দুস সাত্তার বেগ,উপজেলা,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি বলেন,সরকার মৎস্য সম্পদের বিকাশে যুগোপযোগী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে দেশের মানুষের মাছের চাহিদা মেটাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।মাছ চাষীদের সরকারীভাবে বিভিন্নরকম কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষনের ব্যবস্থা করে দেশে মৎস্যসম্পদ উন্নয়নে বৈপ্লবিক পদক্ষেপ নিচ্ছে।তিনি মাছ চাষের মাধ্যমে নিজেদের জীবনে অর্থনৈতিকভাবে পরিবর্তন
আনয়নে আগ্রহীদের মনোনিবেশ করার আহবান জানান।উল্লেখ্য আজ বিভিন্ন প্রজাতির ৮০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলে উপজেলা মৎস্য অফিসার (অঃদাঃ) আবু আসাদ ফরিদুল হক জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments