কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে ৪১ লক্ষ টাকা সহ জহির উদ্দিন নামের এক যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে বিজিবি। আটককৃত যুবক উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হকের পুত্র।
গত সোমবার দুপুরে কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি টহল দল জহির উদ্দিনকে কালো রংয়ের ব্যাগ ভর্তি নগদ ৪১ লক্ষ টাকা সহ বড়চতুল ইউনিয়নের পর্বতপুর এলাকা থেকে আটক করে। আটকের পর তাকে বিজিবি সদস্যরা সুরইঘাট বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।
পরে তাকে কানাইঘাট থানায় টাকা সহ সোর্পদ করে বিজিবি। এ ঘটনায় সুরইঘাট বিওিপি’র হাবিলদার শাহআলম বাদী হয়ে জহির উদ্দিনের বিরুদ্ধে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪/২১ধারায় কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।
থানার মামলা নং ০৮ তাং ১৫/০৭/২০২৫ইং। মামলার অভিযোগে বিজিবি উল্লেখ করেছে আটককৃত জহির উদ্দিন একজন হোন্ডি ব্যবসায়ী। নিয়ম বর্হিভুত ভাবে বাংলাদেশী টাকা বিদেশে পাচার করার উদ্দেশ্যে সে টাকাগুলো বড়বন্দ বাজার হতে চতুল বাজারের দিকে নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃত জহির উদ্দিনকে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।