দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলার একমাত্র খাদ্যগোদাম সড়কটি বর্তমানে চরম বেহাল দশায় পড়ে আছে। প্রায় ২০০ ফুটজুড়ে খানাখন্দে ভরা সড়কটি এখন মৃত্যুফাঁদে রূপ নিয়েছে। সরকারি ধান-চাল পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩৮টি রাইসমিল থেকে ধান-চাল খাদ্যগোদামে আনানেওয়া হয় এই সড়ক দিয়েই। দীর্ঘদিন ধরে সড়কের কিছু অংশ চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়েনি।
রাইসমিল মালিক কবীর আহমদ বলেন, “গত বছর আমি নিজের খরচে খানিকটা মেরামত করলেও বর্তমানে সড়কটির অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠেছে।”
মহব্বতপুর বাজারের আরেক ব্যবসায়ী আব্দুল হক বলেন, “চাল ও ধানবাহী গাড়ি চলাচল এখন ভয়ংকর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কেউ দেখছে না এই দুরবস্থাকে।”
খাদ্যগোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল মতিন বলেন, “সড়কের এই বেহাল অবস্থা দ্রুত সংস্কার না হলে খাদ্যপণ্য পরিবহন কার্যক্রম কার্যত অচল হয়ে পড়বে।”
এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ জানান, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”