Sunday, July 13, 2025
Homeঅপরাধসিলেটে চা দিতে দেরি হওয়ায় তর্কাতার্কি, ছু'রিকা:ঘাতে রেস্টুরেন্ট কর্মচারী খু'ন

সিলেটে চা দিতে দেরি হওয়ায় তর্কাতার্কি, ছু’রিকা:ঘাতে রেস্টুরেন্ট কর্মচারী খু’ন

নিজস্ব প্রতিবেদক,

সিলেটে রেস্টুরেন্টের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রেস্টুরেন্টে চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয় বলে জানা গেছে।

রোববার (১৩ জুলাই) সকালে নগরের কাজির বাজার এলাকায় রুমন (২২) নামের ওই তরুণকে খুন করা হয়। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারের মাছ বাজারের পাশের একটি রেস্টুরেন্টে ঢুকেন।

এসময় চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে রুমনের উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছ সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments