শাবিপ্রবি প্রতিনিধি,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাম্মিল হোসেন সাইমনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) দুপুর ১টায় ক্যাম্পাসের গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং ক্যাম্পের বিভিন্ন যায়গায় স্লোগান দেন। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। তাঁরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “মুজাম্মিল হোসেন সাইমন একজন মেধাবী ছাত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি ব্লগার হত্যা মামলায় আসামি করা হয়। অথচ সেই মামলায় তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।”
তারা আরও বলেন, “শেখ হাসিনার পদত্যাগের পর দেশে অনেক মিথ্যা মামলার আসামিরা মুক্তি পেয়েছেন। কিন্তু সাইমন এখনো কারাগারে, যেটা সত্যিই ন্যায়ের বিরুদ্ধে যায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও তাঁর মুক্তির জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এতে প্রশ্ন দেখা দিয়েছে তাঁকে আটকে রেখে কি কোনো পক্ষকে খুশি করা হচ্ছে?”
এক শিক্ষার্থী বলেন, “আমাদের সাইমন ভাই একা নন, আমরা তাঁর পাশে আছি সব সময়। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। না হলে আমরা রাজপথে নামবো, প্রয়োজনে শাবিপ্রবি থেকে ঢাকায় লংমার্চ করবো।”
আরেক শিক্ষার্থী বলেন, “আজ শুধু সাইমন নয়, এমন অনেক তরুণ মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর কারাবন্দি রয়েছেন। এগুলো একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে চলতে পারে না।”
বক্তারা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যারা আজ কারাগারে রয়েছেন, তাদের সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং একটি জনবান্ধব, ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জানান, যদি সাইমনের মুক্তির বিষয়ে শিগগিরই কোনো আশ্বাস না পাওয়া যায়, তবে তাঁরা বৃহত্তর কর্মসূচির দিকে অগ্রসর হবেন।