জৈন্তাপুর প্রতিনিধি,
সিলেটের জৈন্তাপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ জুলাই জৈন্তা হিল রিসোর্ট জাফলংয়ে উন্নয়ন সভা,প্রশিক্ষণ,পুরস্কার বিতরণী ও দাবী পরিশোধ সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি ভাইস প্রেসিডেন্ট বিয়ানীবাজার এরিয়া নির্মলেন্দু বাড়ৈ’র সভাপতিত্বে ও ডেপুটি জেনারেল ম্যানেজার ও জোন প্রধান জাফলং ইসলামী তাকাফুল জোন মো: আসলাম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। তিনি বলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি। এটি ১৯৮৫ সাল থেকে জীবন বীমা খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বর্তমানে দেশের এক নম্বর জীবন বীমা কোম্পানি হিসেবে পরিচিত। ন্যাশনাল লাইফ বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং শিক্ষার হার বৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল লাইফ বিভিন্ন ধরনের জীবন বীমা পলিসি প্রদান করে, যা ব্যক্তিদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। কোম্পানি দ্রুত এবং স্বচ্ছতার সাথে বীমা দাবি নিষ্পত্তি করে থাকে। গ্রাহকদের জন্য একটি ডেডিকেটেড গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে, যা তাদের বিভিন্ন জিজ্ঞাসা এবং সমস্যা সমাধানে সহায়তা করে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও অংশগ্রহণ করে থাকে, যেমন – শিক্ষা ও স্বাস্থ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এরিয়া প্রধান, মৌলভীবাজার ও বিয়ানীবাজার’র
মোঃ মফিজুল ইসলাম। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত ৫ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।