Saturday, July 12, 2025
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে চাঁদাবাজি মামলার আসামি আজমলের গ্রেফতার দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাটে চাঁদাবাজি মামলার আসামি আজমলের গ্রেফতার দাবিতে মানববন্ধন

 

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলার প্রধান আসামি আজমল হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ।

 

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে নৌকা শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নৌক শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি আলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য ও ব্যবসায়ী কামাল উদ্দিন। বক্তব্য দেন শ্রমিকনেতা কালু মিয়া, জিয়া উদ্দিন, রফিক মিয়া ও আনোয়ারুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা বলেন, আজমল হোসেন নদীপথে নৌযান আটকিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি গোয়াইন নদীতে দুই শতাধিক বালুবাহী নৌকা আটকে রাখার ঘটনায় গত ৭ জুলাই গোয়াইনঘাট থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নং-১৩) তাকে প্রধান আসামি করা হয়।

 

বক্তারা পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ভুয়া সমন্বয়ক আজমল গ্রেফতার না হলে পুরো গোয়াইনঘাট অচল করে দেওয়া হবে।এদিকে, আজমল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments