Wednesday, July 9, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে কলার আড়ত থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার 

শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার 

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল শহরের নতুনবাজার কলার আড়ত থেকে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার ( ৮ জুলাই) রাত ৮ টায় শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে সুশেন্দ্র দেবের কলার আড়তে হঠাৎ একটি সাপ দেখে দোকানের কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বুঝে আড়তের মালিক সুশেন্দ্র দেব দ্রুত যোগাযোগ করেন শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর সঙ্গে। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সাপটি শনাক্ত করেন সবুজ ফণিমনসা (Green Pit Viper) হিসেবে।

 

সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ জানান, এর আগেও কয়েকবার এ ফণিমনসা জাতীয় সাপগুলো কলা বাজার থেকে উদ্ধার করা হয়। সবুজ ও খয়েরী ফণিমনসা সাপ কলা গাছে থাকতে পছন্দ করে। এরা গহীন বনে কলার ছড়ির ভাঁজে জড়িয়ে থাকে। আর সে কারণে কলাবাগান থেকে কলার সঙ্গে বাজারে চলে আসে সাপটি।

সবুজ ও খয়েরি প্রজাতির ফনিমনসা সাপ ডিম থেকে বংশবৃদ্ধি করে থাকে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক

সঞ্জিত দেব আরো বলেন, খয়েরী ফণিমনসা মৃদু বিষধর সাপ।

পরবর্তীতে সাপটিকে সাবধানতার সঙ্গে উদ্ধার করা হয় এবং পরে তা শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments