Monday, July 7, 2025
Homeসিলেট বিভাগসিলেটকানাইঘাটে এক বৃদ্ধের গাছ জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ

কানাইঘাটে এক বৃদ্ধের গাছ জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ

 

কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাটে শরিফ উদ্দিন নামের এক বৃদ্ধের বিভিন্ন প্রজাতির ২০টি কাটা গাছ জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের কচুপাড়া গ্রামে। এ ব্যাপারে বৃদ্ধ শরীফ উদ্দিন কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায় তিনি একা এবং নিরীহ মানুষ। শরিফ উদ্দিনের বাবা আব্দুস সালাম জীবিত থাকাকালে ১৯৭০সানে কচুপাড়া মৌজার ৩৫নং দাগে বাড়ির রাস্তার জন্য ৯শতক জমি ক্রয় করেন। এতে রাস্তার দু’পাশে তিনি রেন্টি, কদম ও করই সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। বর্তমানে সেই চারা গাছগুলো বড় বড় গাছে পরিণত হয়েছে। দীর্ঘ ৫৪ বছর থেকে শরিফ উদ্দিন উক্তভুমি শান্তিপুর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। তিনি জ¦ালানী কাঠের জন্য প্রতিবছর গাছের ডালপালা কেটে নেন। এবার তার টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে তিনি দু’পাশের গাছগুলোর মধ্যে হতে বিভিন্ন জাতের ২০টি গাছ এতিম আলী নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এতিম আলী উক্ত গাছ করাত দিয়ে কেটে সাইজ করে উক্ত জায়গায় পরিবহণের জন্য রাখেন। পরদিন সকাল ৬টার দিকে পাশর্^বর্তী বাড়ির মৃত খুরমান আলীর পুত্র আনিছুল হক তার লোকজন দিয়ে কাটা সাইজ করে রাখা গাছে টুকরোসমূহ জোরপূর্বক নিয়ে যায়। বর্তমানে গাছের টুকরোসমূহ আনিছুল হকের বাড়িতে রয়েছে। আনিছুল হক স্থানীয় বিচারে সাড়া না দেয়ায় বৃদ্ধ শরিফ উদ্দিন আইনের ধারস্থ হয়েও কোন বিচার পাচ্ছেন না বলে কাদঁছেন। জানা যায় আনিছুল হক ধনে-জনে এলাকার প্রভাবশালী ব্যাক্তি।

এ ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই আব্দুল হান্নান জানিয়েছেন তিনি সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছেন। উভয় পক্ষকে কাঠগুলো বিক্রি কিংবা সরিয়ে না নেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত আনিছুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার এক প্রবাসী পুত্র বাবা বাড়িতে নেই বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments