Monday, July 7, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে তিনজনকে কারাদণ্ড, বালু জব্দ

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে তিনজনকে কারাদণ্ড, বালু জব্দ

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে নদী থেকে উত্তোলিত বিপুল পরিমাণ বালুও জব্দ করা হয়।

সোমবার (৭জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের নেতৃত্বে সুনাইৎতা ও শ্রীপুর গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সুনাইৎতা গ্রামের হুশিয়ার আলীর পুত্র শাহানুর আলীকে ৩০ দিনের কারাদণ্ড, শ্রীপুর গ্রামের আব্দুর নূর বতুর পুত্র লালন আহমেদ রাজু এবং সুনাইৎতা গ্রামের ওস্তার আলীর পুত্র আশিক আলীকে ৭ দিনের করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বালু জব্দ ও তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।”

মো: আলা উদ্দিন

দোয়ারাবাজার সুনামগঞ্জ।

মোবাঃ 01767495535

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments