Monday, July 7, 2025
Homeরাজনীতিদোয়ারাবাজারে যুব জমিয়তের কাউন্সিল অধিবেশন সম্পন্ন

দোয়ারাবাজারে যুব জমিয়তের কাউন্সিল অধিবেশন সম্পন্ন

 

নতুন সভাপতি হাফিজ গফফার রায়হান, সাধারণ সম্পাদক মুফতি জিয়াউর রহমান

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন ।

যুব জমিয়ত বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ অধিবেশনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুব জমিয়তের নেতৃবৃন্দ অংশ নেন।

 

আলোচ্য অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন হাফিজ আব্দুল গফফার রায়হান।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ ত্বাহা হোসাইন।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুব জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আসআদ আহমদ, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি জিয়াউর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান এবং ছাত্রনেতা তোফায়েল আহমদ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, ‘যুব সমাজকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে যুব জমিয়তের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শিক রাজনৈতিক চর্চা এবং আত্মিক শুদ্ধিই সমাজে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার একমাত্র পথ।’

 

বক্তারা আরও বলেন, ‘জমিয়তের ঐতিহ্য হলো সত্য, ত্যাগ ও ইনসাফভিত্তিক রাজনীতি। যুব জমিয়তের নেতাকর্মীরা এই আদর্শকে ধারণ করে সময়োপযোগী নেতৃত্বে নিজেদের প্রস্তুত করবে—এটাই আজকের প্রত্যাশা।’

 

কাউন্সিল অধিবেশনের শেষে হাফিজ আব্দুল গফফার রায়হানকে সভাপতি, মুফতি জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক এবং মুফতি রশীদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা যুব জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments